আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন উখিয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন।
এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর করার ব্যাপারে ইতোমধ্যে প্রশাসনের শক্ত অবস্থানের ঘোষণা দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার উখিয়া থানা পুলিশের পক্ষ থেকে এব্যাপারে ভোটারদের সচেতন করতে পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচারণা চালিয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ সন্জুর মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্টেশনে মাইকে প্রচারণা চালিয়ে বলেন, ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে আহবান জানান। পাশাপাশি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন।
ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে অভিযোগ পাল্টা অভিযোগ উঠে। উপজেলা প্রশাসন কোন কোন প্রার্থীকে এব্যাপারে সতর্কও করে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত