রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গত মঙ্গলবার (২রা নভেম্বর) সন্ধ্যায় দলীয় প্যাডে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষের স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারের পত্রে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের নির্বানে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছে। সে কারনে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (১১) ধারা মোতাবেক তাকে দল থেকে বহিষ্কার করা হলো।
এ ব্যাপারে মোহাম্মেদ আলী মিয়া বলেন , দল যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। দল আমাকে বহিস্কার করলেও সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
উল্লোখ্য, বহিষ্কৃত মোহাম্মদ আলী মিয়া ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। কয়েক বছর পূর্বে তিনি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত