গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর জোড়া ব্রিজ এলাকায় মিষ্টির দোকানের এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে (২ ননভেম্বর) ওই এলাকার একটি মৎস্য খামার থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি হলেন, টঙ্গাইল জেলার নাগরপুর থানার সলিমাবাদ এলাকার যরু দেওয়ানের ছেলে নাসির দেওয়ান (৩৫)। তিনি বাক প্রতিবন্ধী ছিলেন।
এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় , গত ৬ মাস আগে নাসির জীবিকার খোঁজে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। পরে তিনি উপজেলার সাহেববাজার এলাকায় তাপস
মিষ্টান্ন ভান্ডারের গোডাউনে থেকে ওই মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। গত সোমবার রাতে উপজেলার বাসষ্টেশন এলাকায় তাপস মিষ্টান্ন ভান্ডার দোকানে কাজ শেষে চলে যায়।
মঙ্গলবার সকালে উপজেলার লতিফপুর জোড়া ব্রিজ এলাকায় জননী মৎস্য খামারে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, খবর পেয়ে ওই মৎস্য খামার থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে ওই মৎস্য খামারে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত