রাঙামাটিতে কলেজ ছাত্রী পূর্ণিমা চাকমার মৃত্যুকে হত্যাকান্ড দাবী করে তার হত্যার সুস্থ বিচার ও জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবীতে রাঙামাটি মানববন্ধন করেছে পূর্ণিমা চাকমার পরিবারবর্গ ও সহ পাঠি শিক্ষার্থীরা।
সোমবার (০১নভেম্বর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পূর্ণিমা চাকমার অভিভাবক ও তার সহপাঠিরা দাবী করেন- পূর্ণিমা চাকমার মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে জড়িতরা পার পাওয়ার চেষ্টা করছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে পূর্ণিমা চাকমার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের নিকট দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য দেন- রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রাজিয়া চাকমা, রাঙামাটি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সাধনা চাকমা, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বিধি চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ চাকমা, রাঙামাটি সুইডিশ পলিটেকনিক ইন্সটিটিউট এর ছাত্র পলাশ চাকমা প্রমুখ
গত ২৯ অক্টোবর রাঙামাটি শহরের রাজবাড়ী এলাকায় একটি বাড়িতে রাঙামাটি সরকারি মহিলা কলেজের ছাত্রী পূর্ণিমা চাকমার রহস্যজনক মৃত্যু হয়। রাঙামাটির দুর্গম জুরাছড়ির দুমদুম্যা ইউনিয়নের বগাখালি এলাকার সাধন চাকমার মেয়ে পূর্ণিমা চাকমা উচ্চ শিক্ষা লাভের আশায় রাঙামাটি শহরে বাসা ভাড়া করে কলেজের দ্বাদর্শ শ্রেণীতে পড়ালেখা করতেন। শুক্রবার দুপুরে পূর্ণিমাকে চেতনাহীন অবস্থায় রাঙামাটি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত হবে ঘোষণা করে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত