খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা পরিষদের সামনে দোকানে ৩১অক্টোবর সন্ধ্যা সময় ৭.৪৫ ঘটিকায় নির্বাচনী কথাবার্তা নিয়ে আপন ভাইদের মাঝে সহিংসতায় জেলহাজতে ১জনকে প্রেরণ করা হয়েছে।
উক্ত সহিংসতায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জিয়াউর রহমান ও তার আপন বড়ভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান মাহমুদকে গায়ে হাত তোলে এবং মোঃ আশিক ও চাচাতো ভাই মোঃ সালাম মিয়া ভাইসহ ৪/৫ জন একসাথে ভাই বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে একে অপরের দিকে চড়াও হয়। চড়াও হওয়ার কারনে মোঃ সুলতান মাহমুদ শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন।
নির্বাচনী আচরণ বিধি লঙ্গনের অপরাধে ৩য় ধাপের নির্বাচনী সহিংসতায় জড়ানোর অপরাধে উপজেলা প্রশাসনিক ভবনের কক্ষে নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভূইয়ার উপস্থিতিতে মোঃ সুলতান মাহমুদের অভিযোগের পরিপেক্ষিতে ও সদর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ সালাম মিয়ার স্বাক্ষী প্রদানের ফলে মোঃ জিয়াউর রহমানকে ভাম্যমান আদালতে ৫ হাজার টাকা আর্থিক দন্ডে দন্ডিত করাসহ অনাদায়ী ৭দিনের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত