খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার থলিপাড়া ধর্মসুখ বৌদ্ধ বিহারে দানোত্তম দানোৎসব কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। এময় বিহার অধ্যক্ষ ইন্দা সারা থের সভা পত্বিতে ও ভন্দন্ত ক্ষেমাসারা থের এর অনুষ্ঠান পরিচালনায় প্রধান ধর্ম দেশক ছিলেন খাগড়াছড়ি মং সার্কেল ভিক্ষু সংঘের সিনিয়র সহ সভাপতি ও সুচিতা লাংগরা বৌদ্ধ বিহার আধ্যক্ষ পঞঞাসামি মহাথের,আশির্বাদক ছিলেল,চৌংরাছড়ি গৌতম বৌদ্ধ বিহার ও সাসনা রক্ষিতা ভিক্ষু সংঘের প্রধান উপদেষ্টা আভিঞানা মহাথেরো, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবর্ত্য খাগড়াছড়ি জেলা পরিষদে সদস্য মংক্যচিং চৌধুরী বিশেষ অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ম্রাগ্য মারমা,চীবর দানে প্রধান দাতা ছিলেন সুধুঅং মারমা,থলি পাড়া ক্ষেমাসারা নিন্ম মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মংহ্লাচিং মারমা,মংঞো মারমা,২নং বাটনাতলী ইউনিয়ন পরিষদের সদস্য সুইথোয়াই মারমা ও মংপাই মারমা প্রমূখ। এর আগে প্রধান অতিথি মংক্যচিং চৌধুরী থলি পাড়া ক্ষেমাসারা নিন্ম মাধ্যমিক বিদ্যলয় উদ্বোধন করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত