চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৪৪ শতাংশ। এইদিন করোনায় একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
নতুন আক্রান্ত হওয়া ৮ জনের মধ্যে ২ জন মহানগর এলাকার এবং ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া মৃত্যুবরণ করা ১ জন উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২২২ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯৬৩ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৫৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩২৩ জনের মধ্যে ৭২২ জন মহানগর এবং ৬০১ বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত