মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
রাঙামাটির লংগদুতে কমিউনিটি পুলিশিং ডে-২০২১, উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর রোজ শনিবার সকাল ১০.০০টায় লংগদু থানা মাঠ হতে একটি বনাঢ্য র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভা সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ জনাব, মোহাম্মদ আরিফুল আমিন, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন উপজেলা নির্বাহী মোঃ মাইনুল আবেদীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, বাঘাইছড়ি সার্কেল, আব্দুল আওয়াল চৌধুরী, এসিল্যান্ড,জনি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান, সিরাজুল ইসলাম চৌধুরী,সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইমাম সমিতির সভাপতি, বিভিন্ন মন্দিরের সভাপতি, উপজাতির প্রতিনিধি এবং সম্মানিত বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য গনউপস্থিত ছিলেন, এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি, সেক্রেটারী, লংগদু থানার অফিসার ফোর্সসহ এবং লংগদু থানার গ্রাম পুলিশ সহ অন্যান্য ব্যক্তিবর্গ গন উপস্থিত ছিলেন।
শেষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসাবে এসআই (নিঃ)/দয়াল হরি ভৌমিক এবং শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসাবে শওকত মিয়াকে পুরষ্কার তুলে দেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত