রাঙামাটির নানিয়ারচরে ১০তম কঠিন চীবর দান উপলক্ষ্যে নাঙ্গেল পাড়া নন্দন কানন বৌদ্ধ বিহারে নানাবিধ দান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়নের নাঙ্গেল পাড়া নন্দন কানন বৌদ্ধ বিহারের আয়োজনে কঠিন চীবর দান, বুদ্ধমূর্তী দান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দান ও কল্পতরু দানসহ নানাবিধ দানানুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খামার পাড়া বিশ্বলতা জনকল্যাণ বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান পাঞাবংশ মহাস্থবির ভান্তে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সুজিত তালুকদার।
রুনেল চাকমা ও নির্পূনা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি মৈত্রী বিহারের অধ্যক্ষ শীলানন্দ মহাথের, বিহার পরিচালনা কমিটির সভাপতি শুশীল কান্তি চাকমা ও সাধারণ সম্পাদক নিপায়ন চাকমা, দায়ক দায়িকা এবং হাজারো পূর্ণ্যার্থীবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে ইলিপন চাকমা বলেন, দানোত্তম দান হলো কঠিন চীবর দান। এই দান বছরে শুধু একবার করা হয়ে থাকে। তাই সকলকে এই মহতী পূণ্যানুষ্ঠানে অংশগ্রহণ করে পূণ্য ভাগী হওয়ার জন্য আহবান জানান। বক্তব্যে তিনি রাঙামাটির ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় পঞ্চশীল প্রার্থনা, স্বধর্ম দেশনা প্রদান, ধর্মীয় আলোচনা ও বিশ্ব শান্তি কামনায় ধর্মীয় ভিক্ষুগন প্রার্থনা পরিচালনা করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত