খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কার্যালয় লেকস্থ কিংবা রামগড়ে"র আশপাশের এলাকার ভোজন বিলাসী মানুষগুলোর কথা ভেবে নতুন মাত্রা নিয়ে আসছে নতুন রেস্তোরাঁ গোধূলি। নামেই যেন খাবারের তৃপ্তির কথা স্মরণ করিয়ে দেয় এই রেস্তোরাঁ।রামগড় উপজেলা পরিষদ ভবনের বিপরীতে ঝুলন্ত ব্রীজের পাশেই আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো রেস্তোরাঁটির এটি হবে মূলত মুখরোচক বাংলা খাবারের সমারোহ । গোধূলি রেস্তোরাঁ হতে যাচ্ছে রামগড়ের একটি নতুন ধরনের খাবার দোকান,
২৩শে (অক্টোবর)শনিবার সন্ধা ৭টায় এটির শুভ উদ্বোধন করেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার, আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকে নবনির্বাচিত মেয়র রফিকুল আলম কামাল,রামগড় থানার (ওসি)মোঃ শামছুজ্জামান,প্রমুখ.এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রেস্তোরাঁয় বিশেষ আকর্ষণ হচ্ছে মুখরোচক সকালের নাস্তা এবং দুপুরের খাবার,সকাল ৬টা থেকে রাত পর্যন্ত দীর্ঘ সময়ে রামগড় এবং রামগড়ে আগত পর্যটকরা রকমারি বাংলাদেশি স্বাদে পাবেন নানান স্বাদের খাবার,তিন বেলা পৃথক পৃথক মেন্যুর সাথে থাকছে আপনার পছন্দনীয় সব ধরনের খাবারের বিশাল তালিকা,
এখানে থাকবে কাচ্ছি বিরিয়ানি ,হায়দারবার বিরিয়ানি,চিকেন বিরিয়ানি,বিফ বিরিয়ানি,মরগ পোলাও,বূনা খিচুড়ি,প্লেন পোলাও সহ বিভিন্ন ধরনের হরেক প্রকার খাবারের বিশাল সমারোহ,
গোধূলি রেস্তোরাঁ"র মালিক রুবেল বড়ুয়া বলেন আমরা রামগড়ে সম্পূর্ণ আধুনিকতার ছোঁয়ায় দেশীয় পাঁচক দ্বারা প্রস্তুতকৃত,সাথে খাবারের স্বাদ, আমেজ ও আতিথেয়তা পেতে নিমন্ত্রণ জানাচ্ছি এই নতুন রেস্তোরাঁতে,আমাদের রেস্তোরাঁ সম্পর্কে বিস্তারিত জানতে এবং নতুন নতুন সব অফার এবং রেসিপির খবর জানতে গোধূলি রেস্তোরাঁ ফেসবুক পেইজে ঘুরে আসতে পারেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত