খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকার ছোট পানছড়ি এলাকায় ঘাতকের এলোপাথাড়ি লাঠির আঘাতে প্রাণ গেল থুইছা মার্মা (২০) নামের যুবকের। শুক্রবার রাতে (২২ অক্টোবর ২১) এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা।
খাগড়াছড়ি সদর থানার (ওসি) মোহাম্মদ রশিদ জানান, ঘটনার পরপর পুলিশ এ ঘটনায় ২ জনকে আটক করেছে। লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে ময়না তদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্থান্তর করা হবে বলে জানান ওসি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় থুইছা মার্মা ঐলাকার এক বড় ভাইয়ের কাছে গিয়ে মদ্যপান করে ইয়াবা ক্রয় বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে সেখানে থাকা আপ্রেুইমং মারমা নামের পঞ্চাশ বছর বয়সী এক ব্যাক্তি ঐ যুবককে মাথায় আঘাত করলে সে গুরুত্বর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে সেখানে তার মৃত্যু হয় বলে স্বজন সূত্রে জানা যায়।
আহত যুবককে রাত ৯টায় হাসপাতালে আহত অবস্থায় ভর্তি করা হলে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় বলে নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (দায়িত্বরত) ডা: রাজর্ষী চাকমা।
পাহাড়কে গিলে খাচ্ছে ইয়াবা,পর্দার আড়ালে মুল হোতারা: এদিকে-সম্প্রীতি পাহাড়ে প্রাণঘাতি মাদক ইয়াবার ছড়াছড়ি ও রমরমা বার্ণিজ্য চললেও ধরা ছোয়ার বাইরে থাকা ব্যবসায়ীদের কারণে অস্থিতিশীল পরিবশে সৃষ্টি হচ্ছে। খাগড়াছড়িতে এরই মধ্যে মটর সাইকেল চুরি,পৌর শহরসহ পাশ^বর্তী এলাকাসহ জেলা জুড়ে বেড়েছে অপরাধ কার্যক্রম। অচিরেই অভিযানের মাধ্যমে মাদক কার্বারীদের নিয়ন্ত্রণ করা না গেলে পাহাড়ের পরিবেশ আরো ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করছে স্থানীয় সচেতন সমাজ।
ইতি মধ্যে বিভিন্ন জাতীয় দৈনিকে “পাহাড়ের ইয়াবার রমরমা বার্ণিজ্য” শিরোনামে সংবাদ প্রকাশের পর বাংলাদেশ সেনাবাহিনী মাদক বিরোধী অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্থি ফিরতে শুরু করলেও নিমূর্ল হচ্ছে না মাদক ও অঁধরা’ই রয়ে যাচ্ছে মাদকের গডফাঁদার,পর্দার আড়ালের মুল হোতারা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত