খাগড়াছড়ি জেলার মহালছড়িতে গাউছিয়া কমিটি'র ও আহলে সুন্নাত ওয়াল জামাত যুব কমিটির যৌথ উদ্যোগে পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়েছে।
উক্ত জশনে জুলুসে বক্তাগণ বলেন, ইসলাম শান্তির ধর্ম। আমাদের দেশে সকল ধর্মের লোক সরকারের নীতি অনুসরণ করেই শান্তিপূর্ণভাবে বসবাস করছে। প্রত্যেক ধর্মের জনগণ নিজ নিজ ধর্ম পালন করছে। আমাদেরকে এই অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করতে হবে। আর কুমিল্লায় যারা পবিত্র কোরআন অবমামনা করেছে। যারাই দেশের অরাজকতা সৃষ্টি করছে,তারা ইসলামের শত্রু, সমাজের শত্রু, জাতির শত্রু, দেশের শত্রু। তাই সেই শত্রুদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় শাস্তি নিশ্চিত করা হোক। ভাইরাস সংক্রমণের প্রকোপ হতে সুস্থ থাকতে এলাকার সকলের প্রতি সচেতন থাকার আহ্বান জানান।
উক্ত এ কর্মসূচীতে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ এর নেতৃত্বে আইন শৃঙ্খলার বিশেষ টিমে শোভাযাত্রাতে অংশগ্রহণ করে।
উক্ত এ কর্মসূচীতে গাউছিয়া কমিটি'র সভাপতি মোঃ মোহাম্মদ আলী, মোঃ আবুল কাশেম, মোঃ বাদশা, মোঃ জামাল এবং আহলে সুন্নাত ওয়াল জামাত যুব কমিটি
সভাপতি মোঃ মালেক মিয়া, সহ সিনিয়র সভাপতি মোঃ উজ্জল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, উপদেষ্টা মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ জুয়েল হোসেনসহ সচেতন নাগরিক সমাজের পক্ষ হতে মোঃ রোকন মিয়া, মোঃ আবুল খায়ের, মোঃ খলিল, মোঃ রবিউল, মোঃ তারেক, মোঃ নাজমুলসহ অনেক তরুণ সমাজের মুসলিম উম্মার ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
উক্ত জুলুস শেষে আখেরি মোনাজাত ও দোয়া পরিচালনা করেন মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সহকারি ইমাম হাফেজ মাওলানা মোঃ আবুল কালাম।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত