লংগদুতে বজ্রপাতে প্রাণ হারিয়েছে এক শিশু । শনিবার দুপুরে ভারী বৃষ্টিসহ বজ্রপাতে নিহত হয় কবিতা আকতার (১০)। শিশুটি স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার মাইনীমূখ ইউনিয়নের ৫নং ব্লক নতুন পাড়ায় নানীর বাড়িতে বসবাস করতো। কবিতার পিতা আব্দুল কাদের আনসার বাহিনীতে কর্মরত বলে জানায় তার নানী জরিনা বেগম।প্রত্যক্ষদর্শী জরিনা বেগম বলেন, দুপুরে আমার নাতনী মাদরাসা থেকে বাড়িতে আসে। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে সে গোসল করার জন্য বারান্দার কাছে উঠানে দাঁড়ায়। হঠাৎ বিকট শব্দের সাথে আলোর কুন্ডলী দেখতে পেলাম। পরে দেখি কবিতা মাটিতে পড়ে আছে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু কবিতাকে আর বাঁচানো গেল না।
কর্তব্যরত চিকিৎসক ডা. অরবিন্দ চাকমা জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বৃষ্টি ও বজ্রপাতের সময় কোনোভাবেই ঘরের বাইরে থাকা যাবে না। এ বিষয়ে বড়দের পাশাপাশি শিশুদেরকেও সচেতন করতে হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত