বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজনে রাঙামাটির নানিয়ারচরে মহিলা কাবাডি প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৩দিন প্রশিক্ষণ শেষে পনেরো জন খেলোয়াড় কে আন্তঃজেলা পর্যায়ে খেলার জন্য বাছাই করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার থানা মাঠে ১৪দিন প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোন কমান্ডার প্রতিনিধি উপ-অধিনায়ক মেজর এসএম রুবাইয়াত হুসাইন পিএসসি।।
নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে এসএম রুবাইয়াত হুসাইন বলেন, নানিয়ারচরে কাবাডি খেলার আয়োজন করায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং উপজেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানান। উপজেলায় কাবাডি খেলাকে আরো প্রচার প্রসার করতে নানিয়ারচর জোন আপনাদের পাশে থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় কাবাডি দলের হেড কোচ সাজুরাম সুয়েত, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ শরিফ মোঃ আরিফ মিহির, জাতীয় কাবাডি প্রশিক্ষক সুবিমল চন্দ্র দাশ, রাঙামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা (অতিরিক্ত দায়ীত্ব) মোঃ আফাজ উদ্দিন, জাতীয় কাবাডি কোচ এনামুল হক, নানিয়ারচর থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনু মিয়া, জেলা ক্রিড়া সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম প্রমূখ।
বক্তব্যে শরিফ মোঃ আরিফ বলেন, ১৯৭৪ সালে জাতির জনক ঘোষিত বাংলাদেশের জাতীয় খেলা ও গ্রাম বাংলার জনপ্রিয় খেলা কাবাডি কে বাংলার ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে আমরা নানিয়ারচর উপজেলায় এই মহিলা কাবাডি প্রশিক্ষণ এর আয়োজন করেছি।
তিনি আরো জানান, কাবাডি খেলায় অংশগ্রহণ করে এলাকার মেয়েরা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত