প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৭:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২১, ৪:০৯ এ.এম
মহেশখালী কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
মহেশখালী উপজেলার মাতারবাড়ী নির্মাণাধীন মহেশখালী কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার ২৮ শে সেপ্টেম্বর সকাল ১১ টায় ঢাকা থেকে কক্সবাজার জেলায়
২দিনের সফরে বিজিবি হেলিকপ্টার যোগে সংস্থাপন সচিব'সহ মহেশখালীর মাতারবাড়ীতে স্বরাষ্ট্রমন্ত্রী বহনকারী হেলিকপ্টার প্রকল্প এলাকায় পৌঁছলে..মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান, সহকারি পুলিশ সুপার(মহেশখালী সার্কেল) জাহেদুল ইসলাম, মহেশখালী থানার (ভারপ্রাপ্ত)ওসি কর্মকর্তা আব্দুল হাই'সহ প্রকল্পের কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।
মাতারবাড়ি পৌঁছে তিনি বিদ্যুৎ কেন্দ্র ও বন্দরে পরিদর্শন করেন। পরে তিনি বিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে এক বিশেষ সভায় মিলিত হন।এ সময় সভায় প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরার পাশাপাশি আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা ও দুপুরের খাবার গ্রহণ শেষে তিনি আবারও প্রকল্প এলাকা পরিদর্শনে করেন. নির্মানাধীন প্রকল্প সম্পর্কে মন্ত্রী খোঁজখবর নেন এবং সার্বিক আইন-শৃংখলা বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।
বিকেলে মন্ত্রী একই হেলিকপ্টারে কক্সবাজার শহরে পৌঁছে দলীয় ও সরকারি কার্যক্রমে অংশগ্রহণ করার কথা রয়েছে। বুধবার কক্সবাজার থেকে আকাশ পথে সরাসরি ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে মন্ত্রীর।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত