খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নে অবস্থিত সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হরিরঞ্জন দে বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজনে করেছে।
উক্ত এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে স্বাগত বক্তব্য রাখেন শাপলা সংঘ ক্লাবের সদস্য ক্যচিউ মারমা। আরো বক্তব্য রাখেন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী খেই খেইচিং মারমা, দশম শ্রেনির ছাত্র উথৈইমং মারমা। আরো বক্তব্য রাখেন বিএমএসসি'র সিঙ্গিনালা আঞ্চলিক শাখার সভাপতি ওমেচিং মারমা, বিএমএসসি'র খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি নিনি মারমা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অভিযুক্ত শিক্ষক হরি রঞ্জন দে দীর্ঘদিন ছাত্রীদের সাথে অশালীন আচরণ করে আসছেন। আগেও এ শিক্ষকের এ ধরনের কার্যকলাপের রেকর্ড ছিলো। কিন্তু ভুক্তভোগী শিক্ষার্থীরা সাহস করে এতদিন কেউ প্রতিবাদ করতে সাহস পায় নি। কারণ যে শিক্ষার্থী প্রতিবাদ করবে তার পরীক্ষায় পাশ করার একটা চিন্তা থাকে যদি শিক্ষক ফেল করে দেয়। এবার ধৈর্য্য হারিয়ে ফেলায় ছাত্রীটি বাধ্য হয়েই অভিযোগ দিতে হয়েছে। অভিযুক্ত শিক্ষক হরি রঞ্জন এর যথোপযুক্ত বিচার দাবী করেন বক্তারা।
উল্লেখ্য যে গত শনিবার সিঙিনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হরি রঞ্জন দে ছাত্রীকে এ্যাসাইনমেন্ট সংশোধনের কথা বলে ডেকে নিয়ে একটি কক্ষের ভেতরে যৌন হয়রানি করেছে বলে অভিযোগ করেন এক এসএসসি পরীক্ষার্থী । অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথোপযুক্ত বিচার দাবী করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমং মারমা বলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক তদন্ত স্বাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিএমএসসি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ক্যপ্রু মারমা সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিএমএসসি'র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিঅংগ্য মারমা।
উক্ত আয়োজনে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০.৩০ ঘটিকা সিঙ্গিনালা বাজারের সড়কে সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে ঘন্টাব্যাপী বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল(বিএমএসসি), শাপলা সংঘ ক্লাব ও স্বপ্নের পাঠশালা যৌথ উদ্দ্যোগে মহালছড়ি উপজেলার সমাবেশ সম্পন্ন হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত