খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব এয়াতলং পাড়ায় প্রতিষ্ঠিত "পূর্ব এয়াতলং পাড়া জামে মসজিদ"র জায়গা ও কবরস্থানের জায়গা দখল এবং মিথ্যা মামলা দিয়ে মসজিদ কমিটির সদস্যদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মসজিদ পরিচালনা কমিটি।
রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পূর্ব এয়াতলং পাড়া মসজিদ মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মসজিদটির পরিচালনা কমিটির সভাপতি মোঃ আহম্মদ নূর।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মসজিদ এলাকার বাসিন্দা মো. নুরুজ্জামান এবং তার তিন ছেলে মো. শেখ ফরিদ, মো. নূর আলম ও মো. ফয়েজ উদ্দিন মাষ্টার দীর্ঘদিন যাবৎ মসজিদ ও কবরস্থানের জায়গা দখলের অপচেষ্টা করছেন। বেশ কিছুদিন পূর্বে হতে পর পর গাছ কাটা, মারামারি, হত্যার হুমকীসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে সমাজ কমিটির সভাপতি/সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিদের হয়রানি করে আসছে। মামলা পরিচালনা করতে গিয়ে অনেকেই আজ সর্বহারা।
এছাড়াও সামাজিকভাবে মসজিদের দখলে থাকা কবরস্থানের খাস খতিয়ানের ২.০০ (দুই একর) ৩য় শ্রেণীর জায়গা একটইউ সৃজিত কবুলিয়ত দিয়ে হোল্ডিং উল্লেখ করে নুরুজ্জামান ও তার স্ত্রীর নামে রেজিষ্ট্রি দেখিয়ে নানা ষড়যন্ত্র ও জোরপূর্বক দখলে নেওয়া অপচেষ্টা চালাচ্ছে। প্রকৃতপক্ষে তাদের সৃজিত কবুলিয়তের সহিত মসজিদ ও কবরস্থানের চৌহদ্দীর কোন মিল পাওয়া যাবে না। এই বিষয়ে কেউ প্রতিবাদ করলে নুরুজ্জামানের ছেলেরা ধাঙ্গা হাঙ্গামা শুরু করে।
এই অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ দফায় দফায় মিমাংসা করে দিলেও পরিবর্তিতে তারা অমান্য করে এবং বিভিন্ন হুমকি ধমকীসহ অপকৌশলে মিথ্যা মামলা দিয়ে সমাজের অসহায় গরীব মানুষদেরকে নিস্বঃ করেছেন।
সংবাদ সম্মেলনে মসজিদ পরিচালনা কমিটির অন্যন্যা সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত