দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র "হালদা নদীর উৎপাদনশীলতা বৃদ্ধি ও হালদা উৎসের পোনার বাজার সম্প্রসারণ" শীর্ষক প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মানিকছড়ির হালদা পাড়ে তামাক চাষীর বিকল্প আয়ের উৎস হিসেবে কৃষকের মাঝে সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ প্রদান করা হয়।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় হালদার উজান মানিকছড়ি উপজেলার গোরখানায় সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়তা ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)'র ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ প্রদান ও কৃষি উপকরণ হিসেবে ৩৪ জন কৃষকের মাঝে বিভিন্ন সবজি বীজ প্রদান করা হয়। এসময় কৃষকদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন মানিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান ও হালদা প্রকল্প ফোকাল পার্সন মো. শাহাআলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিএফ খাগড়াছড়ি জোনের জোনাল ম্যানেজার মো. শাজাহান, আইডিএফ'র কৃষি, মৎস ও প্রাণী সম্পদ কো-অর্ডিনেটর গাজী মো. নূর উদ্দিন হালদা প্রকল্প ব্যবস্থাপক মো. মাহমুদুল হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন আইডিএফ'র মানিকছড়ি শাখার ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন, জুনিয়র কৃষি কর্মকর্তা থুইঅংপ্রু মার্মা, চন্দ্রদয় রোওয়াজা, জুনিয়র কৃষি কর্মকর্তা মো. রুবেল হোসেন প্রমূখ। প্রশিক্ষণ শেষে কৃষি উপকরণের অংশ হিসেবে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ করেন অতিথিরা।
এছাড়াও বিগত কয়েক বছর যাবৎ হালদার উজান উপজেলার বাটনাতলী, গোরখানা, যোগ্যাছোলা, আছাদতলী এলাকায় তামাক চাষীদের বিকল্প জীবিকায়ন সৃষ্টির লক্ষে কৃষকের মাঝে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান, সবজি বীজ, মাছের পোনা, মুরগীর বাচ্চা, উন্নত প্রজাতির পেঁপে, আম, কাঁঠাল, শরিফাসহ বিদেশি ফল রামবুটান ও ড্রাগনে চারা বিতরণ করে আসছে সংস্থাটি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত