রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন থেকে নিখোঁজের দুইদিন পর বাড়ী থেকে প্রায় ৩শ গজ দুরের একটি ডোবা থেকে নাছির শেখ (৩৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সরিষা ইউপির বেজপাড়া গ্রামের ওমর আলীর ছেলে। মাছ ধরে ও খোয়া ভেঙ্গে সংসার চালাতো সে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন পাংশা থানা পুলিশ।
এ প্রসঙ্গে সরিষা ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার জানান, নাছির দুইদিন আগে রাতে বাড়ীর পাশে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। এবং আজ সকালে বেজপাড়ার একটি খালে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা তাকে ও থানা পুলিশকে জানায়। পড়ে তারা ঘটনাস্থলে যান। লাশের শরীরে আঘাতের চিহৃ আছে। ধারনা করা হচ্ছে নাছিরকে হত্যা করে ওই খালের কচুরিপানার ভেতর ফেলে রেখেছে দূবৃত্তরা। তবে কারা কি কারণে নাছিরকে হত্যা করছে তা বলতে পারছেন না।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, বেজপাড়ায় যে মরদেহটি পাওয়া গেছে। সেটি ওই এলাকা থেকে দুই দিন আগে নিখোঁজ হওয়া ব্যক্তির মরদেহ। মাছ ধরতে গিয়ে সে নিখোঁজ হয়েছিল। তার বাড়ী থেকে প্রায় ৩শ গজ দুরে মরদেহটি পাওয়া যায়। এবং এ বিষয়ে থানায় একটি ডায়রিও হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত