রাঙ্গামাটি জেলা প্রশাসক মো: মিজানুর রহমান’র সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন রাঙামাটি ই-কমার্স ফোরাম।
আজ রবিবার (২ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও এডমিন সানজিদা এলির নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মিজানুর রহমানের সাথে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
রাঙামাটি ই-কমার্স ফোরামের অগ্রযাত্রা ও সাফল্য এবং ফোরামের ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানা বিষয়ে অবগত ও সহযোগিতার লক্ষে রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান নিকট এ সৌজন্য সাক্ষাৎ করা হয় বলে জানান, ফোরামের প্রতিষ্ঠাতা ও এডমিন সানজিদা এলি। তিনি ফোরামের ভবিষ্যৎ পরিকল্পনা অবহিত করেন এবং উদ্যোক্তাদের উন্নয়নে বিভিন্ন বিষয়ে সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন, রাঙামাটি ই-কমার্স ফোরাম স্থানীয়ভাবে উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রাখছে। এটি একটি ইতিবাচক দিক। পার্বত্য অঞ্চলের উদ্যোক্তা উন্নয়নের জন্য সকল প্রকার সহযোগিতা করবে জেলা প্রশাসন। তিনি রাঙামাটি ই-কমার্স ফোরামের সাফল্য কামনা করেন।
এসময় রাঙামাটি ই-কমার্স ফোরাম (রেফ)’র এডমিন প্যানেলের মডারেটর সুবর্ণ তুংকা, মরিয়ম আক্তার, সিলভিইসলাম, লাবণ্য চাকমা, জান্নাতুন নূর, বোধিয়াচাকমা, মা শোয়েখ্যা, তিতলি নন্দীসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: পার্বত্য চট্টগ্রামে উদ্যোক্তাদের উদ্যোক্তা উন্নয়ন ও অনলাইনমার্কেট সৃষ্টির লক্ষে গঠিত রাঙামাটি ই-কমার্স ফোরাম৷ যার ফেসবুক গ্রুপের বর্তমান সদস্য সংখ্যা ৩৭০০০ হাজার। এসব সদস্যদের অধিকাংশই কেউ ক্রেতা এবং কেউ বিক্রেতা। এই গ্রুপে বিক্রয় লাখ টাকা ছাড়িয়েছে এমন উদ্যোক্তা সংখ্যা কমপক্ষে ১৫ জন। রাঙামাটি ই-কমার্স ফোরাম (রেফ)’র মাধ্যমে প্রতি মাসে আয়োজন করা হয় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ। যার মাধ্যমে নব উদ্যোক্তারা প্রশিক্ষণ নিয়ে নিজেকে সম্মৃদ্ধ করতে সহায়ক হচ্ছেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত