আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি:
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম জনপদে বিভিন্ন স্কুলে অতিদরিদ্র পরিবারের সন্তানদের হাতে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও কম্বল বিতরণ করতে গিয়ে শীর্তাত পথচারীদের গায়ে শীত নিবারণ বস্ত্র(কম্বল) জড়িয়ে দিতে প্রশংসায় ভাসছেন উপজেলা প্রশাসন।
২০২৪-২৫ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিলের (পিবিজি)বরাদ্দ থেকে উপজেলা চার ইউনিয়নের দুর্গমে থাকা প্রাথমিক বিদ্যালয়ের অতিদরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং শীতবস্ত্র বিতরণ চলছে।
১৪ ডিসেম্বর বিকেলে যোগ্যাছালো ইউনিয়নের কালাপানি ইসলামিয়া দাখিল মাদ্রাসা, গিলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আচালং পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ১০টি প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) খাদিজা তাহিরা।
এ সময় তিনি দুর্গম, অনগ্রসর জনপদে রাস্তা, খেত-খামার থেকে নীড়ে ফেরা নারীদের গায়ে কম্বল জড়িয়ে দেন! এতে শীর্তাতরা স্বস্তিবোধ করেন এবং উপজেলা প্রশাসনের প্রশংসায় মেতে উঠেন।
উপজেলা দুর্গম আচালং পাড়ার বয়োবৃদ্ধ কয়েকজন নারী বলেন, গত এক,দেড় বছর ধরে এলাকায় মেম্বার, চেয়ারম্যান না থাকায় গরীব মানুষ দুঃখের কথা বলার মতো কাউকে না পেয়ে অনেক কষ্ট করে চলছে! এখন সরকারী গাড়ি থেকে অফিসার নেমে এসে আমাদের হাতে কম্বল দিয়ে অনেক উপকার করেছেন! হঠাৎ শীত নিবারণে কম্বল পেয়ে আমরা অনেক খুশি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা বলেন, গত কয়েকদিন তৃণমূলে অতিদরিদ্র স্কুল শিক্ষার্থীদের স্কুল ব্যাগ,শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র দিতে গিয়ে হতদরিদ্র ও শীর্তাত মানুষের অসহায়ত্ব চোখ পড়ায় তাদের কয়েকজনকে তাৎক্ষণিকভাবে কম্বল জড়িয়ে দিয়ে একটু ভালোই লাগছে। তৃণমূলে থাকা সকল শীর্তাতের পাশে থাকবে প্রশাসন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত