দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে আবাসিক লাইনে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও গ্যাস ডিস্ট্রিবিউশন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দেবিদ্বার জোনাল অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা গেট থেকে কয়েকশ নারী-পুরুষের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসের সামনে গিয়ে অবস্থান নেয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নিয়মিত বিল পরিশোধ করেও তারা দিন-দিন গ্যাস পাচ্ছেন না। এতে ঘরোয়া রান্নাবান্না ও দৈনন্দিন জীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।
হাসপাতালের কর্মী তাসলিমা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, সারাদিন কাজ করে বাড়ি ফিরে দেখি গ্যাস নেই। আমাদের মতো স্বল্প আয়ের মানুষের জন্য বাইরে থেকে খাবার কিনে খাওয়া অসম্ভব। বিষয়টি অত্যন্ত কষ্টকর ও অমানবিক।
আরেক গ্রাহক নজরুল ইসলাম বলেন, গ্যাস বিল নিয়মিত পরিশোধ করলেও ঠিকমতো সেবা মিলছে না। বকেয়া হলে লাইন কেটে দেওয়া হয়, আবার জরিমানাও করা হয়। শুধু গভীর রাতে সীমিতভাবে গ্যাস সরবরাহ করা হয়—ফলে মহিলাদের রাত জেগে রান্নাবান্না করতে হয়। গ্যাসের চাপ কম হলে অনেক সময় ছেলে-মেয়েরা সকালের নাস্তা না খেয়ে স্কুল-কলেজে যেতে বাধ্য হয়।
বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী,
গুণাইঘর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাজ উদ্দিন সাজু, পৌর শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মো. তমিজ উদ্দিন, সোয়েব আহমেদ মোল্লা প্রমুখ।
এসময় বিক্ষোভে মুঠোফোনে সংহতি জানান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বক্তারা বলেন, এই মানববন্ধন সরকারের বিরুদ্ধে নয়। আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য দাঁড়িয়েছি। দ্রুত সমাধান না হলে পুনরায় কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”
দেবিদ্বার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, গ্রাহকদের দাবি ন্যায্য। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। জাতীয় পর্যায়ে সংকট থাকায় দ্রুত সমাধানের জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত