দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো.শাহজাহান মোল্লাসহ দেবিদ্বার পৌর বিএনপির ৭ নেতার বহিস্কারদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রেজবীর স্বাক্ষরিত চিঠি পেয়ে আনন্দিত বিএনপি নেতারা ।
বহিস্কারদেশ প্রত্যাহারের পর শনিবার ( ২৯ নভেম্বর) দুপুরে কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নিজ বাস ভবনে ওই ৭ নেতা সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।
মতবিনীময়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো.শাহজাহান মোল্লা সাংবাদিকদের বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে বিএনপির রাজনীতির সাথে র্দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছি এবং দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি। সর্বশেষ কুমিল্লা জেলা উত্তর বিএনপির সহ সভাপতি পদে কাজ করেছি। আমি গত ২০২৩ সালে দেবিদ্বার পৌরসভা নির্বাচনে জনগনের চাপের মুখে অংশ গ্রহন করি। যার কারনে দল আমাকে এবং আরোও ৬ নেতাকে বহিস্কার করেন। তবে বহিষ্কার হওয়ার পরও দলের সকল কর্মসুচি পালন করে যাই আমরা। যার ফলস্রুতিতে দল আমাদের বহিষ্কারদেশ প্রত্যাহার করেন।
আমাদের বহিস্কারদেশ প্রত্যাহার করায় আমরা আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রেজবী এবং সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগীয়) অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা-৪ বিএনপির মনোনীত আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীসহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।