গোদাগাড়ী সদর পৌরসভার উপ নির্বাচন।নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা সহ দৌড়ঝাপের অন্ত নেই।মনোনয়ন জমার পর যাচায়-বাছাই।রাজশাহী জেলা রিটার্নিং অফিসার সাইফুল ইসলামের দপ্তরে গত বুধবার যাচাইকালে ছোট একটি ভুল পান মেয়র প্রার্থী রবিউল আলমের।যার ফলশ্রুতিতে মেয়র প্রার্থী রবিউল আলমের প্রার্থীতা স্থগিত করে আপিলের জন্য পাঠিয়ে দেওয়া হয় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে।রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক আব্দুল জলিলের বেঞ্চে শুনানি করা হয়।এরপর শুনানি শেষে মেয়র প্রার্থী রবিউল আলমের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল গোদাগাড়ী পৌরসভার নির্বাচিত প্রয়াত মেয়র মনিরুল ইসলাম ভারতের ব্যাঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।মেয়রের মৃত্যুতে গোদাগাড়ী পৌরসভার মেয়র পদটি শুণ্য হয়ে যায়।বিধি মোতাবেক শুণ্য পদে উপ নির্বাচনের তফসিল ঘোষণা আসে এবং ১৩ সেপ্টেম্বর ৪ জন প্রার্থী স্ব-শরীরে মনোনয়ন পত্র জমা দেন।
এ বিষয়ে জানতে চাইলে মেয়র প্রার্থী রবিউল আলম বলেন,আমার ২০০৬ সালের একটি মামলার তথ্য হলফ নামায় উল্লেখ করা হয়নি।সে কারনেই আজকের আপিল শুনানি। আমার বিশ্বাস ছিল এটি নিয়ে কোন সমস্যা হবে না।বিষয়টি আমরা জেলা প্রশাসককে বোঝাতে সক্ষম হয়েছি এবং আমার প্রার্থীতার বৈধতা পেয়েছি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত