• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
পাহাড়ি-বাঙালী দ্বন্দ্ব নিরসনে সকল জাতিসত্তাকে বাংলাদেশী নাগরিক হিসেবে স্বীকৃতির দাবি মহান বিজয় দিবসে রাঙ্গামাটি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি মহান বিজয় দিবসে আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবি সেক্টর কমান্ডার এর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন  মহান বিজয় দিবসে রাঙ্গামাটি ইফা’র খতমে কোরআন ও সভা অনুষ্ঠিত মহান বিজয় দিবসে কাপ্তাইয়ে নানা কর্মসূচী মহান বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে মফিকুল হাসান তৃপ্তির শ্রদ্ধা রাঙ্গামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠান বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন মহান বিজয় দিবস উপলক্ষে নাগরিক পরিষদের আলোচনা সভা: পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরাতে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’র হুঁশিয়ারি বিজয় দিবস উপলক্ষে দীঘিনালায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি দীঘিনালায় স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির ছাত্রী নিখোঁজ নামে শান্তি চুক্তি হলেও এই চুক্তির মূলে রয়েছে অশান্তি- ইন্জি: থোয়াইচিং মং শাক 

রাঙামাটির বৈষম্যমূলক নিয়োগ ইস্যুতে সিএইচটি সম্প্রীতি জোটের উদ্বেগ, শিক্ষার্থীদের হরতালে সমর্থন

নিউজ ডেস্ক:  / ১৪০ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

রাঙামাটি জেলা পরিষদের সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে অঞ্চলে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘সিএইচটি সম্প্রীতি জোট’। পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও পারস্পরিক সম্মানের চর্চা শক্তিশালী করতে কাজ করা এই সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সাম্প্রতিক নিয়োগ কার্যক্রম পাহাড়ের মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ ও ২১ নভেম্বর রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যে ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ হরতালের কর্মসূচি ঘোষণা করেছে, সিএইচটি সম্প্রীতি জোট সেই কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে।

সংগঠনটি জানায়, পাহাড়ের মানুষ সবসময় মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অহিংসতার চর্চায় বিশ্বাসী। সম্প্রীতি জোট সেই পথেই অটল থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে তারা আশা প্রকাশ করে সংশ্লিষ্ট সব পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং উত্তেজনা ছড়ানোর মতো যেকোনো অপতৎপরতা থেকে বিরত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাহাড়ের সার্বিক শান্তি, স্থিতিশীলতা ও সম্প্রীতি রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। এ কাজে ‘সিএইচটি সম্প্রীতি জোট’ সর্বদা অঙ্গীকারবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ