এফএইচ সুমন, গুইমারা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল তামান্না ও বিদায়ী ইউএনও আইরিন আক্তার-কে সংবর্ধনা জানানো হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গুইমারা অফিসার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় এই বরণ ও বিদায় অনুষ্ঠান।
অনুষ্ঠানে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় গুইমারা প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও আইরিন আক্তারকে ক্রেস্ট এবং নবাগত ইউএনও মিশকাতুল তামান্নাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুইমারা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ আবদুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রহিম, সদস্য ফারুক হোসেন সোমন, আশরাফুল ইসলাম বেলাল, দিদারুল আলম হৃদয় ও মহিউদ্দিনসহ অন্যান্য সদস্যরা।
প্রসঙ্গত, খাগড়াছড়ির গুইমারায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মিশকাতুল তামান্না নিয়োগ পেয়েছেন। গত ২৮ অক্টোবর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ নুরুল্লাহ নূরী সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে পদায়ন করা হয়।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিদায়ী ইউএনও আইরিন আক্তার নবাগত ইউএনও মিশকাতুল তামান্না-এর নিকট দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
নতুন ইউএনও মিশকাতুল তামান্না চট্টগ্রামের বাসিন্দা। তিনি পূর্বে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্ব গ্রহণকালে তিনি গুইমারা উপজেলার জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।