মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান বান্দরবান::
পাহাড় কেটে ইট প্রস্তুত করার অপরাধে লামায় ৬ ইটভাটাকে ১৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (০৫ নভেম্বর ২০২৫ইং) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফাঁসিয়াখালি ইউনিয়নের ইয়াংছা মৌজায় এবং ফাইতং ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) লামা রুবায়েত আহমদ। তিনি জানান, অভিযানকালে সর্বমোট ৬টি ইটভাটাকে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে পাহাড় থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসাবে তা ব্যবহারের অপরাধে মোট ১৮ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডারোপ করা হয়৷ এসময় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷
ইয়াংছা ও ফাঁসিয়াখালী ইউনিয়নে ইয়াংছা এলাকায় দণ্ডপ্রাপ্ত ইটভাটাসমূহ হল, পিবিএন, বিএনবি এবং ফাইতং ইউনিয়নে দণ্ডপ্রাপ্ত ইটভাটাসমূহ হল, ওয়াইএসবি, বিএমডব্লিউ, ফোরবিএম, ইউবিএম।