• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ দেবিদ্বারে জুলাই হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার ৬১ হাজার উদ্বাস্তু পার্বত্য বাঙালি পরিবারের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে কে? লংগদুতে রাজনগর বিজিবি জোনের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং কাপ্তাই বন্যহাতির আক্রমণে নিহত ১, আহত ১ অটোরিকশা ভাংচুর দীঘিনালায় দুই বসতবাড়িতে ভয়াবহ চুরি লামায় ইটভাটা অভিযান রুখতে কাপনের কাপড় পরে শ্রমিকের রাস্তা অবরোধ লামায় বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা পাহাড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার স্কুল শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা মানিকছড়িতে শিক্ষার মানোন্নয়নে মুক্ত আলোচনা অনুষ্টিত দীঘিনালায় মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা: শিক্ষাঙ্গনে আনন্দঘন আয়োজন

আমি আর মাঠে থাকছি না: সর্ব মিত্র

নিউজ ডেস্ক:  / ৩৪০ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

নিরাপদ ক্যাম্পাস গড়তে কাজ করলেও আর মাঠে থাকবেন না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা। এক বৃদ্ধকে ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর মঙ্গলবার (৪ নভেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে একথা জানান তিনি।

পোস্টে সর্ব মিত্র চাকমা লিখেছেন, ‘যে বৃদ্ধ লোকটিকে দেখছেন, আমি শুরুর দিন থেকে এই লোকটাকে সেই মেট্রো স্টেশন থেকে তুলছি প্রতিরাতে। লোকটা ক্যাম্পাস ছেড়ে যায়-ই না, উনার সাথে আরেকজন আরো বৃদ্ধ, উনিও মাদকাসক্ত, এই লোকের কাছে এর আগে একবার গাঁজা পাওয়া গেছিল।’

তিনি বলেন, ‘এই লোকগুলোকে তোলাটা অত্যন্ত কঠিন, তুললে আগায় ৪ কদম। তাই, লাঠিসোটা ছাড়া বা ভয়-ভীতি প্রদর্শন না করে তাদের তোলা যায় ই না। আমার নিজের এটার জন্য স্বার্থসিদ্ধি নেই, আমি আমার ক্যাম্পাসকে ভবঘুরে-পাগল-গাঁজাখোর মুক্ত দেখতে চেয়েছিলাম শুধু।’

নারী শিক্ষার্থী দু’জন হ্যারেজমেন্টের শিকার হয়েছেন জানিয়ে সর্ব মিত্র চাকমা বলেন, ‘আমার চাওয়া, এই ভবঘুরে-পাগল-হ্যারেজারমুক্ত ক্যাম্পাস গড়া। কিন্তু, এরকম প্রতিনিয়ত বিতর্ক আমার ব্যক্তিগত জীবনকে নানাভাবে প্রভাবিত করছে। এভাবে প্রক্টরিয়াল টিমের সাথে রাতে পাহারা দিয়ে উচ্ছেদ করাটা ডাকসুর কার্যনির্বাহী সদস্যের কাজ না, আবার আমার এখতিয়ারের মধ্যে পড়ছে না এমনটাও না।’

তিনি বলেন, ‘কিছুদিন আগে তিনজন মাদকাসেবীকে তুলতে গিয়েছিলাম, একইভাবে পোস্ট করে আমাকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে। এদের তাড়ানোর জন্য লাঠি হাতে নেওয়া ছাড়া উপায় থাকে না, যারা মাঠে কাজ করে তারাই জানে এটা কতটুকু কঠিন। একজন সদস্য হিসেবে আমি নিশ্চয় নিরাপদ ক্যাম্পাস গড়তে আমার তরফ থেকে কাজ করব, কিন্তু মাঠে আমি আর থাকছি না। ধন্যবাদ।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে এক বৃদ্ধকে লাঠি হাতে তাড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তারপর থেকে ডাকসু কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা এক বৃদ্ধ লোকটিকে লাঠি হাতে শাসাচ্ছে এবং ক্যাম্পাস থেকে চলে যেতে বলছেন। প্রক্টরিয়াল টিমের এক সদস্য ওই বৃদ্ধের ব্যাগে লাঠি দিয়ে কয়েকবার আঘাত করছেন, এমন দৃশ্যও দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ