বাংলাদেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ড নির্মিত হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধায়। নির্মাণ কাজ শেষে শনিবার বিকেল সাড়ে ৩টায় এর শুভ উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো.সাবেত আলী।
এ উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাবান্ধা সীমান্তে সবচেয়ে উঁচুতে উড়বে বাংলাদেশের লাল-সবুজের জাতীয় পতাকা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসন জানায়, বাংলাবান্ধা জিরো পয়েন্টের বিপরীতে ভারতীয় প্রান্তে প্রায় ১০০ ফুট উচ্চতার একটি ফ্ল্যাগ স্ট্যান্ডে ভারতীয় পতাকা উড়ানো হয়। কিন্তু বাংলাদেশ প্রান্তে বড় কোনো ফ্ল্যাগ স্ট্যান্ড বা সেভাবে পতাকা উত্তোলনের ব্যবস্থা ছিল না। বাংলাদেশ প্রান্তে ভারতের চেয়েও বেশি উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করে দেশের জাতীয় পতাকা উড়ানোর দাবি ছিল পঞ্চগড়বাসীর। সে দাবির প্রেক্ষিতে গত ১৯ এপ্রিল এর নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপনসহ একটি গেট নির্মাণ ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেছিলেন জেলা প্রশাসক মো.সাবেত আলী। নির্মাণ কাজ শেষে ফ্ল্যাগস্ট্যান্ড শনিবার উদ্বোধন করবেন তিনি।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু জানান, বাংলাবান্ধা জিরোপয়েন্টে দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার একটি ফ্ল্যাগস্ট্যান্ড শনিবার বিকেল সাড়ে তিনটায় উদ্বোধন করবেন জেলা প্রশাসক স্যার সাবেত আলী। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্ল্যাগস্ট্যান্ডটি নির্মাণ করা হয়েছে। এখান থেকে আমাদের প্রাণের জাতীয় পতাকা স্বগর্বে উড়বে স্বাধীন বাংলার মুক্ত আকাশে। এ গৌরবময় ঐতিহাসিক মুহুর্তে সবাইকে আমন্ত্রণ জানানোসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।