সাইফুর রহমান পারভেজ,গোয়ালন্দ রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ইউনিটের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে ” আপনার রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন” প্রতিপাদ্যে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তদান কর্মসূচী উদ্বোধন করেন গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুন নাহার সিদ্দীকা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত মোঃ রাশিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ডেইলি অবজারভার গোয়ালন্দ প্রতিনিধি সিরাজুল ইসলাম, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন, কলেজ ইউনিটের প্রতিনিধি ফাহিম হাসান হিমেল, অনিক বৈরাগী প্রমূখ।
ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহজুজুর রহমান মিলন বলেন, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব একটি স্বেচ্ছাসেবী সংগঠন, প্রতিবছর ১৫ শত ব্যাগের অধিক রক্ত বিন্যামূল্যে অসহায় মানুষকে প্রয়োজনীয় সময়ে সরবরাহ করে। তাছাড়া বিভিন্ন সময়ে এই উপজেলার প্রায় সবকটি বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা সহ মানুষের প্রয়োজনে বিভিন্ন হাসপাতালে গিয়ে ব্লাড ডোনার ক্লাবের সদস্যরা রক্ত প্রদান করে থাকে। এছাড়া বেওয়ারিশ মানুষের কবরের ব্যাবস্থা করে থাকে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, রক্তদান একটি মহৎ কাজ কারণ আপনার রক্তে একজন প্রাণ ফিরে পাবে। তাছাড়া যে রক্ত দান করে তার রক্ত অটোমেটিক ভাবে তিন মাসের মধ্যে সেই ঘাটতি পূরণ হয়ে যায়। রক্তদানের অনেক সুবিধা রয়েছে আমাদের শরীরের বর্জরক্ত সহ অন্যান্য রক্ত বের হয়ে যায় ফলে সেল থেকে আবার নতুন রক্ত তৈরি হয় যা শরীরের জন্য ভালো তাছাড়া রক্ত না দিলেও তিন মাস পর এই রক্তের সেল এমনিতেই নষ্ট হয়ে যায় এবং নতুন রক্ত তৈরি হয়। তাই রক্ত দানের মতো মহৎ কাজে সবাইকে এগিয়ে আসা উচিত।