• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ দেবিদ্বারে জুলাই হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার ৬১ হাজার উদ্বাস্তু পার্বত্য বাঙালি পরিবারের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে কে? লংগদুতে রাজনগর বিজিবি জোনের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং কাপ্তাই বন্যহাতির আক্রমণে নিহত ১, আহত ১ অটোরিকশা ভাংচুর দীঘিনালায় দুই বসতবাড়িতে ভয়াবহ চুরি লামায় ইটভাটা অভিযান রুখতে কাপনের কাপড় পরে শ্রমিকের রাস্তা অবরোধ লামায় বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা পাহাড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার স্কুল শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা মানিকছড়িতে শিক্ষার মানোন্নয়নে মুক্ত আলোচনা অনুষ্টিত দীঘিনালায় মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা: শিক্ষাঙ্গনে আনন্দঘন আয়োজন

বিকেলে ক্রিকেট খেলায় মগ্ন তরুণরা: মোবাইল আসক্তি ও মাদকের ছোবল থেকে দূরে রাখছে খেলাধুলা

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ / ৮১ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

হাছান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি):

বর্তমান প্রজন্মের অনেক তরুণ বিকেলবেলা হাতে মোবাইল নিয়ে সময় কাটায়। ফেসবুক, টিকটক বা অনলাইন গেমে ডুবে থাকা এখন যেন নিত্যদিনের চিত্র। কিন্তু এর মাঝেও কিছু তরুণ বিকেলের সময় মাঠে নেমে ক্রিকেট খেলায় মেতে উঠে দেখাচ্ছে এক অনন্য দৃষ্টান্ত।

দীঘিনালার বিভিন্ন গ্রামে এখন দেখা যায় বিকেল নামলেই তরুণদের দল হাতে ব্যাট-বল নিয়ে ছুটে যায় মাঠে। দীঘিনালা উপজেলার ১ নং মেরুং ইউনিয়ন এর মধ্য বোয়ালখালী এলাকার যুবসমাজ খুব ক্রিকেটপ্রেমী তারা প্রতিদিন বিকেলে দল বেড়ে মাঠে যায় ক্রিকেট খেলতে। কেউ খেলে আনন্দের জন্য, কেউবা ফিটনেস ধরে রাখতে। সবচেয়ে বড় কথা, খেলাধুলার মাধ্যমে তারা নিজেদের মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখছে।

স্থানীয় অভিভাবকরাও এই উদ্যোগে খুশি। তাদের মতে, নিয়মিত খেলাধুলা শুধু শরীর নয়, মানসিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। একজন খেলোয়াড়ের মধ্যে তৈরি হয় দলগত মনোভাব, শৃঙ্খলা ও দায়িত্ববোধ—যা জীবনের প্রতিটি ক্ষেত্রেই কাজে লাগে।
স্থানীয় তরুণ রহিম উদ্দিন বলেন,আগে বিকেলে বন্ধুরা সবাই মোবাইল নিয়ে বসে থাকত। এখন মাঠে নামি, ব্যাট-বলের শব্দে চারপাশ মুখর হয়ে ওঠে। মনটাও ভালো থাকে।” অন্যদিকে স্থানীয় শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম বলেন,

যুব সমাজকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই। বিকেলের সময়টা মাঠে ব্যয় করলে তারা মোবাইল আসক্তি ও মাদকের প্রলোভন থেকে দূরে থাকবে।” এখন প্রয়োজন স্থানীয় প্রশাসন ও সমাজের সচেতন মানুষদের আরও উদ্যোগ—যাতে প্রতিটি গ্রামে খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ ও সুযোগ-সুবিধা তৈরি হয়। কারণ, মাঠে ব্যাট-বল ঘুরলে কেবল খেলা নয়, ঘুরে দাঁড়ায় একটি প্রজন্মও।
খেলাধুলা হোক যুব সমাজের প্রেরণা — মোবাইল নয়, ব্যাট-বলেই হোক বিকেলের সঙ্গী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ