মাইন উদ্দিন বাবলু,গুইমারা প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলাজুড়ে বইছে নির্বাচন উৎসবের আমেজ। সেই ধারাবাহিকতায় গুইমারা উপজেলাতেও চলছে ব্যস্ততা ও প্রাণচাঞ্চল্য।
খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে গুইমারা উপজেলা ও হাফছড়ি ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনরাত মাঠে কাজ করছেন।
রবিবার (৩ নভেম্বর ) গুইমারা উপজেলা ও হাফছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন। এতে অংশ নেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অসংখ্য কর্মী-সমর্থক।
লিফলেট বিতরণ কর্মসূচিতে বক্তারা বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ধানের শীষের বিজয় এখন সময়ের দাবি।”
এ সময় সাধারণ জনগণের মধ্যেও নির্বাচনী উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।