মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় লংগদুতে দু’দিন ব্যাপী কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ শুরু করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে, উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।
লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমানের সভাপতিত্বে, এতে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান,অতিরিক্ত উপ-পরিচালক অরুন রায় ও উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ অফিসার রতন চৌধুরিসহ প্রশিক্ষণে অংশগ্রহনকারী কৃষক কৃষাণীগন।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে পারিবারিক সবজি পুষ্টি বাগান প্রদর্শনী করে, ৬০জন কৃষক কৃষাণী প্রশিক্ষণার্থীদের মধ্যে ৩০ জনকে কৃষি উপকরণ বিতরণ করে কৃষি অফিস।