• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ দেবিদ্বারে জুলাই হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার ৬১ হাজার উদ্বাস্তু পার্বত্য বাঙালি পরিবারের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে কে? লংগদুতে রাজনগর বিজিবি জোনের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং কাপ্তাই বন্যহাতির আক্রমণে নিহত ১, আহত ১ অটোরিকশা ভাংচুর দীঘিনালায় দুই বসতবাড়িতে ভয়াবহ চুরি লামায় ইটভাটা অভিযান রুখতে কাপনের কাপড় পরে শ্রমিকের রাস্তা অবরোধ লামায় বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা পাহাড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার স্কুল শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা মানিকছড়িতে শিক্ষার মানোন্নয়নে মুক্ত আলোচনা অনুষ্টিত দীঘিনালায় মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা: শিক্ষাঙ্গনে আনন্দঘন আয়োজন

যশোরে কোটি টাকার স্বর্ণসহ আটক -১

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:- / ১৪৩ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:-

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজের উপর হতে ৭৩৫ গ্রাম ওজনের ০৬ টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি।

শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫ তারিখ ১০ টা৩০ মিনিটে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজের উপর হতে ০১ জন আসামীসহ ৭৩৫ গ্রাম ওজনের ০৬ (ছয়) টি স্বর্ণের বার এবং ০২টি মোবাইল আটক করে। আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটের ভিতর বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর ও বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে বেনাপোল গমন করছিল। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- আবু বক্কর সিদ্দিক (৩৪), পিতা- রুহুল আমিন, গ্রামঃ ছোট আঁচড়া, ডাকঘরঃ বেনাপোল, থানাঃ শার্শা, জেলাঃ যশোর। আটককৃত স্বর্ণের মূল্য ১,২৬,০৮,৯২৫/-(এক কোটি ছাব্বিশ লক্ষ আট হাজার নয়শত পঁচিশ) টাকা ও ০২টি মোবাইল এর মূল্য ২২,০০০/-(বাইশ হাজার) টাকা এবং নগদ ৯,০৮৭/- টাকাসহ *সর্বমোট সিজার মূল্য ১,২৬,৪০,০১২/-(এক কোটি ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার বার) টাকা।*

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ