আনোয়ার হোসেন, পানছড়ি প্রতিনিধি::
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মানবিকতার এক হৃদয়স্পর্শী দৃশ্য দেখা গেল। আর্থিক সংকটে ভেঙে পড়া মুদি দোকানী মোঃ শহিদুল ইসলামের পাশে দাঁড়িয়ে তার দোকান পুনরায় সাজিয়ে দিল ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন। উপজেলা বিএনপি ও যুবদলের সমন্বয়ে নিত্যপ্রয়োজনীয় মুদিসামগ্রী ক্রয় করে তার দোকানে সরবরাহ করা হয়।
মোঃ শহিদুল ইসলাম দীর্ঘদিন বেসরকারি মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। বয়স বাড়ার সাথে সাথে চাকরি ছাড়তে বাধ্য হন। সংসারের হাল ধরতে ছোট একটি মুদি দোকান চালু করেছিলেন। কিন্তু নানা চ্যালেঞ্জে তার ব্যবসা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। পারিবারিক সূত্রে জানা যায়, বিগত সরকারের সময়ে এলাকার কিছু দুর্বৃত্ত দোকান থেকে বাকি নিয়ে টাকা না ফেরত দেওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। এর ফলে দোকান চালানোই প্রায় অসম্ভব হয়ে পড়ে।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত শহিদুল ইসলাম বলেন,
“আমি কখনো ভাবিনি আবার দোকানটা পূর্ণ হবে। শিক্ষকতা জীবনে মানুষকে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি, আর জীবনের শেষ দিকে এসে নিজের সংসার টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছিলাম। সেই সময়ে এই সাহায্য আমার কাছে শুধু মালামাল না, একটা নতুন আশার বাতি। যারা এগিয়ে এসেছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।”
তিনি আরও বলেন,
“কিছু লোক দোকান থেকে বাকি নিয়ে আর দেয়নি। তখন খুব কষ্ট পেয়েছিলাম। মনে হয়েছিল জীবনটাই থেমে যাবে। আজকে নতুন করে দাঁড়ানোর শক্তি পেলাম। এটা শুধু সহায়তা না, এটা আমার জন্য আশীর্বাদ।”
উক্ত মহতি কাজে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, উপজেলা মৎস্য দলের সভাপতি মোঃ জাকির হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আফসার, সদস্য সচিব মোঃ সেলিমসহ বিভিন্ন নেতাকর্মী।
কর্মসূচিতে নেতৃবৃন্দ জানান, সমাজের অবহেলিত ও সংকটে থাকা মানুষের পাশে থাকা তাদের দায়িত্ব এবং এই উদ্যোগ চলমান থাকবে।
উপস্থিত স্থানীয়রা বলেন,
“এ ধরনের মানবিক কাজ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। মানুষ যখন বিপদে থাকে, তখন পাশে দাঁড়ানোটা সবচেয়ে বড় কাজ। এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।”
পানছড়িতে এই মানবিক সহায়তা আলোচনার জন্ম দিয়েছে এবং সমাজে এক সুন্দর উদাহরণ হিসেবে স্থান পেয়েছে।