মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে বুধবার (২৯ অক্টোবর)উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাজারের চেয়ারম্যান মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করা হয়।
আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বাঙ্গালহালিয়া ইউনিট অফিসের আওতাধীন বাঙ্গালহালিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আশিষ বিশ্বাস নামের ১ গ্রাহক কে মাত্র বার্ষিক ২ কিস্তি টাকা জমা প্রদান করে স্টোক জনিত কারনে মৃত্যুবরণ করেন। যেদিন মৃত্যু হয়েছিল সেদিন মৃত্যুর খবর শুনে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বাঙ্গালহালিয়া ইউনিট শাখার অফিসের কর্মকর্তারা আশিষ বিশ্বাসের বাড়িতে অপেক্ষমান থাকেন। কখন আসবে সেই সবার প্রিয় মানুষের লাশবাহী অ্যাম্বুলেস। পরে পরিবারকে সান্তনা দিয়ে বাঙ্গালহালিয়াই দায়িত্বরত কর্মকর্তা চাইছাউ মারমা ও নিরতা তঞ্চাঙ্গা নিহত পরিবারকে দ্রুত সময়ে কিছু কাগজপত্র জমা করতে বলেন। পরে আশিষ বিশ্বাসের অকালমৃত্যুতে সহধর্মিনী(নমিনী) টুম্প বিশ্বাষ কগজপত্র তাদের পরিবার সব ডকুমেন্টস সাবমিট করার ৩ কার্য দিবসে মৃত্যু দাবি নিষ্পত্তি করে, আলফা ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিমিটেড অল্প সময়ের মধ্যে নমিনী টুম্প বিশ্বাষ কে ১টি চেক হস্তান্তর করেছে। চেকটি তার নিজস্ব ব্যাংক একাউন্টে ৩,০৭,৫০০/-(তিন লক্ষ সাত হাজার পাঁচ শত টাকা) প্রদান করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আদোমং মারমা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন দে,বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মোঃ শামসুল আলম,প্রতিষ্ঠানের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেল ম্যানেজার উত্তম কুমার রায়,রাঙ্গামাটি ব্রাঞ্চ অফিসের ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম (সিরাজ),চন্দঘোনা ব্রাঞ্চ অফিসের ইনচার্জ উখ্যাই সিং মারমা,ব্যবসায়ী বিকাশ বিশ্বাস,রিটন দত্ত,ঝন্টু দাশ,রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ,বাঙ্গালহালিয়া ইউনিট অফিসের দায়িত্বরত কর্মকর্তা চাইছাউ মারমা ও নিরতা তঞ্চাঙ্গা,আলফা ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিমিটেডর বিভিন্ন গ্রাহক ও এলাকার সমাজসেবক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টাকাটি পেয়ে টুম্প বিশ্বাষ আলফা ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিমিটেডর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন