খাগড়াছড়িতে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘ইস্কন’ নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা। বুধবার (২৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা চট্টগ্রামের আইনজীবী শহিদ আলিফ হত্যার দ্রুত বিচার, গাজীপুরে খতিবকে গুম করে হত্যাচেষ্টা এবং মুসলিম নারীদের ওপর সংঘবদ্ধ ধর্ষণসহ নানা ঘটনায় ইস্কনের সম্পৃক্ততা তদন্ত করে সংগঠনটি নিষিদ্ধের দাবি জানান।
হেফাজতের জেলা আমীর মাওলানা ক্বারী ওসমান গনীর সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা অংশ নেন। বক্তারা বলেন, ইস্কন দেশের শান্তিপ্রিয় মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠেছে।
তারা সরকারকে অবিলম্বে ইস্কন নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দেন—দাবি মানা না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে।