• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ দেবিদ্বারে জুলাই হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার ৬১ হাজার উদ্বাস্তু পার্বত্য বাঙালি পরিবারের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে কে? লংগদুতে রাজনগর বিজিবি জোনের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং কাপ্তাই বন্যহাতির আক্রমণে নিহত ১, আহত ১ অটোরিকশা ভাংচুর দীঘিনালায় দুই বসতবাড়িতে ভয়াবহ চুরি লামায় ইটভাটা অভিযান রুখতে কাপনের কাপড় পরে শ্রমিকের রাস্তা অবরোধ লামায় বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা পাহাড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার স্কুল শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা মানিকছড়িতে শিক্ষার মানোন্নয়নে মুক্ত আলোচনা অনুষ্টিত দীঘিনালায় মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা: শিক্ষাঙ্গনে আনন্দঘন আয়োজন

পাঁচ দফা দাবিতে খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ

নিউজ ডেস্ক:  / ৪০৮ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা।

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেলে মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে আদালত সড়ক হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে সমাবেশ করে। এতে খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, বাংলার জমিন দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত হবে মন্তব্য করে বলেন, এদেশে সাধারন মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন।

প্রতিটি কাজে দুর্নীতির মাধ্যমে লুটেপুটে খেয়েছে। তাই বিগত দিনে তাদের বিরুদ্ধে কথা বলেনি। খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর প্রচারপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে সত্যের জয় হবে বলে হুঁশিয়ারি জানান। বিগত ৫৪ বছরে দলগুলো প্রতিশ্রুতি দেখেছে এবার জামায়াতের প্রতিশ্রুতির বাস্তবায়নে ভোটাররা ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে জানান।

বিগত ১৭ বছর নির্বাচন হরণ করেছিলো। সেই ফ্যাসিস্টরা আর কোন দিন মাথাচারা যেন দিতে না পারে সে জন্য সকলকে সচেতন থাকার আহ্বান জানান জামায়াত নেতারা। এ সময় জামায়াত নির্বাচিত হলে জনগণের জন্য কর্মমুখী পরিকল্পনাসহ সহজ শর্তে ঋন দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান।

সমাবেশে বক্তারা পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচনের উপর গুরুত্বরোপ করে বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করার পাশাপাসি সে আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করার দাবি জানিয়ে ৫ দফা গণদাবি’র কথা তুলে ধরেন বক্তারা।

সমাবেশ খাগড়াছড়ি সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় এতে খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা সেক্রেটারী মিনহাজুর রহমান,খাগড়াছড়ি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা অলিউর রহমান,খাগড়াছড়ি জেলা সদর উপজেলার জামায়াতের আমীর মো: ইলিয়াছ।

নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি না হলে জুলাই যোদ্ধাদের সন্ত্রাসী আখ্যা দেয়ার সুযোগ থাকবে।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা উল্লেখ করে বক্তারা বলেন, এই দেশে আর কোন দিন যেনো দুর্নীতি ফিরে না আসে এবং দিনের ভোট রাতে না হয়। এবারের নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে।

বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামীর কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ