• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ দেবিদ্বারে জুলাই হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার ৬১ হাজার উদ্বাস্তু পার্বত্য বাঙালি পরিবারের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে কে? লংগদুতে রাজনগর বিজিবি জোনের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং কাপ্তাই বন্যহাতির আক্রমণে নিহত ১, আহত ১ অটোরিকশা ভাংচুর দীঘিনালায় দুই বসতবাড়িতে ভয়াবহ চুরি লামায় ইটভাটা অভিযান রুখতে কাপনের কাপড় পরে শ্রমিকের রাস্তা অবরোধ লামায় বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা পাহাড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার স্কুল শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা মানিকছড়িতে শিক্ষার মানোন্নয়নে মুক্ত আলোচনা অনুষ্টিত দীঘিনালায় মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা: শিক্ষাঙ্গনে আনন্দঘন আয়োজন

টনি ত্রিপুরাকে ভালোবেসে রুরাম ম্রো লামায়

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান বান্দরবান:: / ১৬২ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

 

 

কথায় আছে সত্যিকারের প্রেম মানে না কোনো বাধা, মানে না কোনো জাতি-বর্ণ-ধর্ম। তাই তো প্রেমের টানে ম্রো কন্যা রুরাম ম্রো আলীকদম থেকে এসেছেন লামার দুর্গম পোপা হেডম্যান পাড়ায়। আসার দুইদিনের মাথায় বেঁধেছেন ঘর-সংসারও। প্রেমিক টনি ত্রিপুরা লামা উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড পোপা হেডম্যান পাড়ার অন্তহা ত্রিপুরা ও দুর্বইতি ত্রিপুরার ছেলে। প্রেমিকা রুরাম ম্রো আলীকদম সদর ইউনিয়নের লাংরিং পাড়ার সাকনাও ম্রো ও কারকম ম্রো’র মেয়ে।

রুরাম ম্রো জানান, আমাদের দু’জন দু’জনকে বিগত ১ বৎসর যাবৎ ভালবেসে আসছি। এক পর্যায়ে আমরা দুজনের সম্মতিতে বিয়ে করবো বলে একমত হই। তাই গত ২১ অক্টোবর ২০২৫ইং মঙ্গলবার আমি সেচ্ছায় স্বজ্ঞানে চলে আসি। লামায় চলে আসার ২ দিন পর ২৩ অক্টোবর ২০২৫ইং আমার বাবা আমাকে আলীকদমে নিয়ে চলে যায়। আমি আবার ২৫ অক্টোবর টনিকে বিয়ে করার উদ্দেশ্যে লামায় চলে আসি। আমাকে কেউ অপহরণ করেনি। জোরপূর্বক ঘর থেকে নিয়ে আসেনি। আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে ঘর থেকে টনিকে বিয়ে করার উদ্দেশ্যে লামায় আসি। এ ব্যাপারে আমার অভিভাবক কোন ধরনের আইন আদালতের আশ্রয় নিলে আমার ভবিষ্যৎ জীবনে অন্ধকার নেমে আসবে বলে আমি মনে করি। আমি ১৮ বছরের পরিপূর্ণ যুবতী। সুতারাং ধর্মীয় নীতি মেনে আমি আমার ভালবাসার মানুষ টনি ত্রিপুরাকে মেনে নিয়েছি। এক্ষেত্রে ছেলেপক্ষ কোন ধরনে দায়ী নয়।

ম্রো তরুণীর আগমন আর বিয়ের খবর আশপাশের ছড়িয়ে পড়লে তাকে দেখতে উৎসুক জনতা ভিড় করছেন। এদিকে মঙ্গলবার বিকেলে বর টনি ত্রিপুরা ও কনে রুরাম ম্রো তাদের বিয়ের বিষয়টি জানাতে লামা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে বসে। এসময় পোপা হেডম্যান পাড়ার লোকজন তাদের সাথে আসে।

এ বিষয়ে লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, বিষয়টি আমিও শুনেছি, কিন্তু দেখেনি। শুনেছি তারা ইতোমধ্যেই বিয়ে করেছে। এবিষয়ে আমি জেনে পরে বিস্তারিত বলতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ