• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ দেবিদ্বারে জুলাই হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার ৬১ হাজার উদ্বাস্তু পার্বত্য বাঙালি পরিবারের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে কে? লংগদুতে রাজনগর বিজিবি জোনের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং কাপ্তাই বন্যহাতির আক্রমণে নিহত ১, আহত ১ অটোরিকশা ভাংচুর দীঘিনালায় দুই বসতবাড়িতে ভয়াবহ চুরি লামায় ইটভাটা অভিযান রুখতে কাপনের কাপড় পরে শ্রমিকের রাস্তা অবরোধ লামায় বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা পাহাড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার স্কুল শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা মানিকছড়িতে শিক্ষার মানোন্নয়নে মুক্ত আলোচনা অনুষ্টিত দীঘিনালায় মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা: শিক্ষাঙ্গনে আনন্দঘন আয়োজন

মোল্লাহাটে  ঢাকা-খুলনা মহাসড়কে পল্টন ট্রাজেডির বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

আরিফুল ইসলাম রিয়াজ,মোল্লাহাট, বাগেরহাট: / ১৯২ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট: 

বাগেরহাটের মোল্লাহাটে  ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে সংঘটিত ভয়াবহ “লগি-বৈঠার তাণ্ডব” ও হত্যাযজ্ঞের মূল হোতাদের বিচারের দাবিতে মোল্লাহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জয়ডিহি বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমির হাসমত আলী সরদার। বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির হাফেজ আব্দুস সবুর এবং যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ নাজমুল হাসান।

বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর রাষ্ট্রীয় মদদে লগি-বৈঠা হাতে নিয়ে নিরস্ত্র নাগরিকদের উপর যে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। অথচ সেই নৃশংস ঘটনার মূল পরিকল্পনাকারীরা আজও বিচারের বাইরে।”

তারা আরও বলেন, “পল্টন ট্রাজেডির মূল হোতাদের বিচার না হলে জাতি কখনও ক্ষমা করবে না। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখব।”

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল, কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ