মোঃ আলমগীর হোসেন ,লংগদু (রাঙামাটি) প্রতিনিধি::
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে লংগদু উপজেলা যুবদলের উদ্যোগে মাইনীমুখ বাজারের ইউনিয়ন পরিষদের মাঠে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লংগদু উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জানে আলম এর সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাংগামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুন্নবী। লংগদু উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ ইউনুস মিয়ার সঞ্চালনায়, আরো উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রাংগামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম। বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবদল সবসময় জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সামনের সারিতে থেকেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরো বলেন যুব সমাজের প্রথম ভোট যাতে ধানে শীষ প্রতীকে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।