নিজস্ব প্রতিবেদকঃ
অভিনব কায়দায় পাচারকালে শান্তি পরিবহনে তল্লাশী চালিয়ে একশ লিটার চোলাই মদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় চোলাই মদ পাচারের সাথে জড়িত সুমন দাশ (৪৮) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে মাটিরাঙ্গা জোনের আরফি চেকপোষ্টের সামনে চট্টগ্রামগামী শান্তি পরিবহনে (ঢাকা মেট্রো-১৪-২০৩৮) তল্লাশি চালিয়ে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
আটক মাদককারবারী সুমন দাশ (৪৮) চট্টগ্রামের বাঁশখালীর উপজেলার সন্তোষ দাশের ছেলে।
জানা গেছে, খাগড়াছড়ি থেকে চোলাই মদ পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের আরফি চেকপোষ্টের সামনে চট্টগ্রামগামী শান্তি পরিবহনে (ঢাকা মেট্রো-১৪-২০৩৮) তল্লাশি চালায় ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী। তল্লাশী চালিয়ে বাসে
৫ ক্যারেটে স্যালাইনের প্যাকেটজাত একশ লিটার চোলাই মদ উদ্ধার করে। এসময় এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহীম আধহাম বলেন, আটককৃত মমাদক কারবারীসহ উদ্ধারকৃত অবৈধ চোলাই মদ মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এই অভিযান সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দৃঢ় মনোবলের প্রতিফলন। যা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।