• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ দেবিদ্বারে জুলাই হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার ৬১ হাজার উদ্বাস্তু পার্বত্য বাঙালি পরিবারের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে কে? লংগদুতে রাজনগর বিজিবি জোনের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং কাপ্তাই বন্যহাতির আক্রমণে নিহত ১, আহত ১ অটোরিকশা ভাংচুর দীঘিনালায় দুই বসতবাড়িতে ভয়াবহ চুরি লামায় ইটভাটা অভিযান রুখতে কাপনের কাপড় পরে শ্রমিকের রাস্তা অবরোধ লামায় বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা পাহাড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার স্কুল শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা মানিকছড়িতে শিক্ষার মানোন্নয়নে মুক্ত আলোচনা অনুষ্টিত দীঘিনালায় মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা: শিক্ষাঙ্গনে আনন্দঘন আয়োজন

বর্মাছড়িতে সেনা ক্যাম্প স্থাপনে ইউপিডিএফ এর বাঁধা প্রতিবাদে সংবাদ সম্মেলন -পিসিএনপি 

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। / ১১৭ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়িতে সেনা ক্যাম্প স্থাপনে ইউপিডিএফ এর বাঁধা দেওয়ায় এবং সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে ধর্ষণ, গুম ও খুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এসময় বক্তারা বলেন, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনে পাহাড়ের আঞ্চলিক সংগঠন  ইউপিডিএফ কর্তৃক বাঁধা প্রদান। এবং ধর্মীয় আঘাত এনে বৌদ্ধ মন্দিরের জায়গা বলে দাবি করেন তারা। বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যমে খতিয়ে দেখি এটি কোনো মন্দিরের জায়গা নই। ইউপিডিএফ মূলত বাঁধা প্রদান করে তাদের রাজস্ব কায়েম এ সেনাবাহিনী ডাল হয়ে দাঁড়াবে বলে। এছাড়াও সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে ধর্ষণ, গুম ও খুনের প্রতিবাদ জানান বক্তারা। একইসাথে পার্বত্য চট্টগ্রাম থেকে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীদের হাত থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা।

 

এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির, কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মোঃ আবু তাহের, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুজ্জামান ডালিম, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ মোকতাদের হোসেন, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি  সালমা  আহমেদ মৌ সহ জেলার নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ