• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ দেবিদ্বারে জুলাই হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার ৬১ হাজার উদ্বাস্তু পার্বত্য বাঙালি পরিবারের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে কে? লংগদুতে রাজনগর বিজিবি জোনের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং কাপ্তাই বন্যহাতির আক্রমণে নিহত ১, আহত ১ অটোরিকশা ভাংচুর দীঘিনালায় দুই বসতবাড়িতে ভয়াবহ চুরি লামায় ইটভাটা অভিযান রুখতে কাপনের কাপড় পরে শ্রমিকের রাস্তা অবরোধ লামায় বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা পাহাড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার স্কুল শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা মানিকছড়িতে শিক্ষার মানোন্নয়নে মুক্ত আলোচনা অনুষ্টিত দীঘিনালায় মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা: শিক্ষাঙ্গনে আনন্দঘন আয়োজন

বর্মাছড়ির অস্থায়ী টহল ঘাঁটি সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী

নিউজ ডেস্ক:  / ১৩৫ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

খাগড়াছড়ির বর্মাছড়ি থেকে অস্থায়ী টহল ঘাঁটি (পেট্রোল বেইস) সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী।

 

মাসখানেক আগে মারমা কিশোরীকে ‘ধর্ষণের’ অভিযোগ থেকে উত্তেজনা ও সহিংসতার মধ্যে তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে সেই ‘অস্থায়ী পেট্রোল বেইস’ স্থাপন করা হয়েছিল।

 

সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই টহল ঘাঁটি সরিয়ে ফেলার সিদ্ধান্তের তথ্য জানিয়েছে।

 

কারণ হিসেবে আইএসপিআর বলছে, “একটি ‘অবশ্যম্ভাবী সাম্প্রদায়িক দাঙ্গা’ এড়াতে অস্থায়ী পেট্রোল বেইস অন্যত্র স্থানান্তর করা হবে। পার্বত্য অঞ্চলে স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিন্তে সেনা অভিযান অব্যাহত থাকবে।”

 

ধর্ষণের অভিযোগ থেকে উত্তেজনার মধ্যে খাগড়াছড়ির গুইমারায় গত ২৮ সেপ্টেম্বর ১৪৪ ধারা ভেঙে সহিংসতা হয়। সেসময় গুলিতে তিনজনের প্রাণ যায়।

 

গুলি করে তিনজনকে হত্যার ঘটনায় ইউপিডিএফ সশস্ত্র ক্যাডাররা জড়িত বলে সেনাবাহিনীর দাবি। ওই ঘটনায় ইউপিডিএফের বিরুদ্ধে অভিযান চালাতে বর্মাছড়িতে জঙ্গল ঘেরা স্থানে অস্থায়ী ঘাঁটি স্থাপন করে সেনাবাহিনী।

 

আইএসপিআর বলছে, জনগণের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে অস্থায়ী সেনা পেট্রোল বেস স্থাপনের বিরুদ্ধে এলাকার জনগণ, নারী ও শিশুদের জোর করে জমায়েত করে আন্দোলনের বন্দোবস্ত করে ইউপিডিএফ। বনবিভাগের সংরক্ষিত জমিতে স্থাপিত অস্থায়ী পেট্রোল বেইসের স্থানটিকে বর্মাছড়ি আর্য কল্যাণ বিহারের অংশ হিসেবে দাবি করে। যদিও সেই ঘাঁটি বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের খিরাম অংশের জমির অন্তর্ভুক্ত এবং বর্মাছড়ি আর্য কল্যাণ বিহার থেকে ৫০০ মিটার পশ্চিম দিকে অবস্থিত।

 

কিন্তু ইউপিডিএফের আধিপত্য আছে এমন সব এলাকায় তারা পোস্টার লাগিয়ে পাহাড়ি জনগণকে উত্তেজিত করে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে। তার ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর ইউপিডিএফের নেতৃত্বে বর্মাছড়ি অস্থায়ী পেট্রোল বেইসের কাছে হাজারো নারী-পুরুষ ও শিশুদের জমায়েত করে সেনা সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে। তারা বর্মাছড়িতে স্থাপিত অস্থায়ী পেট্রোল বেস আর্য কল্যাণ বিহারের অন্তর্ভুক্ত বলে দাবি করে।”

 

ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ‘সাম্প্রদায়িক দাঙ্গা এড়াতে’ বর্মাছড়িতে স্থাপিত অস্থায়ী পেট্রোল বেইস অন্যত্র স্থানান্তর করছে সেনাবাহিনী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ