খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক কর্মসূচীর মধ্যে দিয়ে জেলা যুবদলের উদোগে পালন করা হয়। সোমবার বিকেলে শহরের চেঙ্গী স্কোয়ার একটি বনাট্য শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। পরে মুক্তমঞ্চে এসে সমাবেশ করে।
এতে সভাপত্বিত করেন জেলা যুবদলের সভাপত্বিত করেন জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ। প্রধান অতিথির বক্তব্য (ভাচুয়ালী) রাখেন সাবেক সাংসদ ওজেলা বিএনপির সভাপতি ওয়াদূদ ভুইয়া।
এসময় তিনি বলেন, সামনে ত্রয়োদশ নির্বাচন। তাই জনসাধারণের কাছে গিয়ে তাদের সুখ দুঃখের কথা জানতে হবে। আগামী দিনে ধানের শীর্ষে ভোট দিয়ে খাগড়াছড়ির মানুষের ভাগ্য পরিবতন করতে সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার সহ সাধারণ, সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, অনিমেষ চাকমা, মহিলাদল সভাপতি কুহেলী দেওয়ান সহ জেলা যুবদলের নেতৃত্ববৃন্দ।