মো:সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টার:-
যশোরের মুড়লী মোড় এলাকা হতে ১.০২০ কেজি ওজনের ০৮ (আট) টি স্বর্ণের বার এবং ১.৪৫ গ্রাম ওজনের ০১টি স্বর্ণের আংটিসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি।
রবিবার ২৬ অক্টোবর ২০২৫ তারিখ ৬ টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় যশোরের কোতয়ালী থানাধীন যশোর-খুলনা মহাসড়কে মুড়লীর মোড় এলাকা হতে ০১ জন আসামীসহ ১.০২০ কেজি ওজনের ০৮ (আট) টি স্বর্ণের বার, ১.৪৫ গ্রাম ওজনের ০১টি স্বর্ণের আংটি এবং ০১টি মোবাইল আটক করে। আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোরে গমন করছিল। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- (১) শেখ অলিউল্লা (৫৫), পিতা- শেখ আরিজুল্লাহ, মাতা- সুফিয়া খাতুন, গ্রাম-মধ্য কটিয়া, ডাকঘর-সাতক্ষীরা, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১,৮৩,০২,৩৪১/-(এক কোটি তিরাশি লক্ষ দুই হাজার তিনশত একচল্লিশ) টাকা, ০১টি মোবাইল এর মূল্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা এবং নগদ ১,৭৬০/- টাকাসহ *সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১,৮৩,২৪,১০১/-(এক কোটি তিরাশি লক্ষ চব্বিশ হাজার একশত এক) টাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।