সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ উপজেলা প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে পুত্রবধূ ও তার আত্মীয়দের বিরুদ্ধে ঘরে ঢুকে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মালামাল চুরির অভিযোগ উঠেছে। শনিবার (২৫ অক্টোবর) ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে গোয়ালন্দঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উজানচর ইউনিয়নের সাহের মন্ডলপাড়া এলাকার মৃত বারেক ফকিরের ছেলে মো. ছিদ্দিক ফকির (৬০) তার পুত্রবধূ মোছা. নাসরিন আক্তার রিনা (৩৫), রিনার ভাই মো. রেজাউল করিম (৪০) ও খালাতো ভাই মো. শুকুর আলী (৪৫) এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, তিন বছর আগে ইসলামী শরীয়ত মোতাবেক নাসরিন আক্তার রিনার সঙ্গে ছিদ্দিক ফকিরের বড় ছেলে সিরাজুল ইসলামের বিয়ে হয়। বিবাহের পর রিনা শ্বশুরবাড়িতেই থাকতেন। চাকরির উদ্দেশ্যে শ্বশুরের কাছ থেকে দুই লাখ টাকা ধার নিয়ে পরে ফেরত দেননি বলে অভিযোগ রয়েছে।
চলতি বছরের ১ আগস্ট সকাল ১১টার দিকে ছিদ্দিক ফকির ও তার ছেলে বাড়িতে না থাকার সুযোগে রিনা ও তার দুই আত্মীয় অজ্ঞাত একটি ভ্যানে করে ঘরে প্রবেশ করে তালাবদ্ধ শোকেস, খাট, সাববাক্স ও ওয়ারড্রপ ভেঙে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মালামাল চুরি করে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরে স্বর্ণালংকার ও নগদ অর্থ ফেরত চাইলে অভিযুক্তরা অস্বীকার করেন এবং প্রাণনাশের হুমকি দেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিসের চেষ্টা ব্যর্থ হওয়ায় অবশেষে থানায় অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার এসআই মো. জুয়েল মিয়া লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।