খাদ্য মন্ত্রনালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, পার্বত্যবাসীর জীবন-মান উন্নয়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছে। দূর্গম পার্বত্য এলাকা বিবেচনায় এখানে বসবাসকারী মানুষের আর্থসামাজিক উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের প্রশাসন যন্ত্রসহ সকল স্তরের প্রতিনিধিবৃন্দ সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। তিনি বলেন, এদেশের মানুষ স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে দেশ স্বাধীন করেছিল। একই ভাবে বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে উন্নত সমৃদ্ধ সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য এ অঞ্চলের শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।
তিনি সোমবার রাঙামাটির কাপ্তাই উপজেলাধিন বিভিন্ন এলাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র ইকোনোমিক সিকিউরিটি ( ইকোসেক) প্রকল্পের সুবিধা ভোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের ‘কমিউনিটি ডেভেলপম্যান্ট বিভাগ ও ‘আন্তর্জাতিক রেড ক্রস কমিটি’র সহায়তায় ‘‘ইকোসেক প্রকল্প’’র মাধ্যমে রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের বাস্তবায়নে সহায়তা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাপতি অং সুই প্রু চৌধুরী।
এতে অন্যান্যদের মধ্যে ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অং সু ছাইন চৌধুরী, সদস্য দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, রেড ক্রিসেন্ট সোসাইটির উপদেষ্টা শিরিন সুলতানা, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, মোঃ হানিফ, রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সহসভাপতি রফিক আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, শাওয়াল উদ্দিন, আশিষ দাশ গুপ্ত, মনিরুল ইসলাম রতন, কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী আশফাকুর রহমান মুজিব প্রমুখ।
এদিন প্রধান অতিথি দীপংকর তালুকদার এম পি স্থানীয় দেবতাছড়ি, মুরলী পাড়া ও জালিয়াপাড়ায় সুবিধাভোগীদের মাঝে রেড ক্রিসেন্ট’র ইকোসেক প্রকল্পের নগত অর্থ সহায়তা প্রদান করেন। # #
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত