নিজস্ব প্রতিবেদকঃ
পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর অধীনে আর্থ সামাজিক কর্মসূচির আওতায় স্থানীয় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারনের বিশেষ মানবিক সহায়তা ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।
রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা জোনের অধীন দুর্গম নাইক্যাপাড়া আর্মি ক্যাম্পে এসব সহায়তা প্রদান করেন মেজর মো. ইমরান হোসেন।
বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় পরিবার ও কুমজ্জ পাড়া মন্দির মেরামতের জন্য ঢেউটিন প্রদান ছাড়াও একজন জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান, তাইন্দং পাড়ার যাত্রী ছাউনির সংস্কারের জন্য আর্থিক সহায়তা প্রদান, স্থানীয় ক্রীড়া সংস্কৃতির বিকাশে দেওয়ান পাড়া, তাইন্দং পাড়ার ক্লাবের জন্য খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।
একইদিন দুর্গম নাইক্যাপাড়া আর্মি ক্যাম্পে চিকিৎসা বঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. নুর-এ-রেজুয়ান তৌফিক রিজভী’র নেতৃত্বে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে দুই শতাধিক গরীব ও দু:স্থ জনসাধারণকে স্বাস্থ্য সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম বলেন, শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। তারই ধারাবাহিকতায় বিশেষ মানবিক সহায়তা ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আগামীতেও স্থানীয় দু:স্থ পাহাড়ী বাঙ্গালী জনসাধারনের পাশে থাকবে।
এদিকে সেনাবাহিনীর এমন মানবিক কর্মকান্ডের প্রশংসা করেছেন উপকারভোগীরা। সেনাবাহিনীর মানবিকতার প্রশংসা করে উপকার ভোগীরা বলেন, সেনাবাহিনীর কল্যাণে এখানকার গরীব ও অসহায় মানুষ মানিবক সাহায্যের পাশাপাশি বিনামুল্যে চিকিৎসা ও বিনামুল্যে ঔষধ পেয়েছে।