পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের কোনো বিকল্প নেই এবং সরকার এই অঞ্চলে মানসম্মত শিক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর মিরপুরে এক কঠিন চীবর দান অনুষ্ঠানে তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে এ বছরের নভেম্বরের মধ্যেই পার্বত্য চট্টগ্রামের ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করা হবে।
উপদেষ্টা আরও বলেন, স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এজেন্ডা। এই লক্ষ্যে মোট বরাদ্দের ৪০% ব্যয় করা হবে। তিনি জানান, পার্বত্য অঞ্চলের জন্য বরাদ্দকৃত ৫৩০ কোটি টাকা ইতোমধ্যে সংশ্লিষ্টদের মাঝে যথাযথভাবে বণ্টন করা হয়েছে এবং বাস্তবসম্মত প্রকল্প গ্রহণের ওপর জোর দেন তিনি।